এমপিকে নিয়ে কুরুচিপূর্ণ ভাইরাল বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
আলমগীর হোসেন - ঠাকুরগাঁও সদর
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৬ই মে ২০২৪ ০৭:৪৩ অপরাহ্ন
এমপিকে নিয়ে কুরুচিপূর্ণ ভাইরাল বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ

ঠাকুরগাঁও ১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য ও হুমকি প্রদানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে রুহিয়া থানার সর্বস্থরের জনগণ। 


উল্লেখ যে, ষষ্ঠ উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে গত ১৩ তারিখে আনারস প্রতিকের অফিসে ঠাকুরগাঁও পৌরসভার প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম তার এক বক্তব্য রমেশ চন্দ্র সেন এমপি  সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য হুমকি প্রদান করেন। তার এই বক্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে রুহিয়া চৌরাস্তায় এই বিক্ষোভ সমাবেশ করেন । উক্ত সমাবেশে অংশ নেন রুহিয়া থানার সর্বস্থরের জনগন


এসময় বক্তারা বলেন, একজন সাংসদকে যদি প্রকাশ্যে এমন কুরুচিপূর্ণ বক্তব্য ও হুমকি প্রদান করে, তাহলে সাধারন জনগণ কি করবে। সাধারন জনগনের নিরাপত্তা কোথায়, ভোট কেন্দ্র যাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেন সাধারন জনগন। এসময় বক্তারা  রমেশ চন্দ্র সেন এমপির   নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন। 


এসময় উপস্থিত ছিলেন ১নং রুহিয়া ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল হক বাবু,  নুর ইসলাম মাহেল, সাংগঠনিক, সম্পাদক, রুহিয়া থানা আওয়ামী লীগ, ছাত্রলীগের সভাপতি হেলাল হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল  সহ আরো অনেকে।