রাঙ্গামাটিতে দু'পক্ষের গোলাগুলি, নিহত ৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ৩রা এপ্রিল ২০১৯ ০৩:২৩ অপরাহ্ন
রাঙ্গামাটিতে দু'পক্ষের গোলাগুলি, নিহত ৭

রাঙ্গামাটির রাজস্থলীতে ‘সন্ত্রাসী’ দু’গ্রুপের গোলাগুলিতে ৭ জন নিহত হয়েছেন। বুধবার (০৩ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শেখ সাদেক সংবাদমাধ্যমকে বলেন,  ভোরে আঞ্চলিক একটি দলের সঙ্গে আরাকান বিদ্রোহীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন ‘আরাকান বিদ্রোহী’ নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ খুঁজছেন।

স্থানীয়রা জানান, প্রতিপক্ষের সঙ্গে আরাকান লিবারেশন পার্টির সংঘর্ষ হয়েছে। এ সময় দু’পক্ষ গুলি ছোড়ে। এতে ৭ জন নিহত হন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলেও জানান তারা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব