সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় বরিশালের গৌরনদীতে সৌভিক সাহা (১৯) নামে এক কলেজছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৯ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন।
জানা গেছে, গ্রেফতার সৌভিক সাহা জেলার গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী বার্থী তাঁরা মায়ের মন্দির পরিচালনা কমিটির সদস্য বেল্টু সাহার ছেলে।
এ সম্পর্কে জানতে চাইলে সৌভিক সাহার বাবা বেল্টু সাহা বলেন, তার ছেলে মানসিক ভারসাম্যহীন।
মামলার বাদী বার্থী তাঁরা মায়ের মন্দির পরিচালনা কার্যকরী কমিটির সভাপতি শান্তনু ঘোষ বলেন, সোমবার (২৭ জুন) রাতে মন্দির কমিটির সদস্য উপজেলার মেদাকুল বাজারের ব্যবসায়ী বেল্টু সাহার ছেলে সৌভিক সাহা তার নিজের ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি এবং তার পরিবারের অকল্যাণ চেয়ে মন্দিরে প্রার্থনা চলছে বলে উল্লেখ করে সবাইকে যোগ দিতে আহ্বান জানিয়ে একটি পোস্ট করে। এ ঘটনার পর আমি বাদী হয়ে থানায় মামলা করি।’
এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, মামলার পর বুধবার দুপুরে পুলিশ সৌভিক সাহাকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সৌভিক পুলিশের কাছে পোস্ট করার কথা স্বীকার করেছে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।