রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভৌত সুরক্ষা অবকাঠামো নির্মাণে ৩ হাজার ৪৪৯ কোটি টাকা বরাদ্দ দিচ্ছে সরকার। মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ প্রকল্পসহ ৪ হাজার ৪৪৭ কোটি টাকা ব্যয়ে ৬টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়।
পরে পরিকল্পনামন্ত্রী জানান, গ্রামগঞ্জে নদী খাল বিলে অপ্রয়োজনীয় সেতু নির্মাণ বন্ধে এবং জলাধারের পানি প্রবাহ ব্যাহত না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ধীরগতির কারণে প্রধানমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেছেন বলেও জানান পরিকল্পনামন্ত্রী। সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী জানান, অস্থির পেঁয়াজের বাজারের ভোগান্তির মধ্যেও কমেছে মূল্যস্ফীতি।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।