
প্রকাশ: ৩ নভেম্বর ২০১৯, ২২:২৬

বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী ১৯৯৫ সালের প্রতিষ্ঠা লগ্ন থেকে সরকারের দিক নির্দেশনায় বাংলাদেশের বিস্তীর্ন উপকূলীয় এলাকা এবং অফুরন্ত সম্পদের আধাঁর আমাদের সামুদ্রিক জল সীমার সার্বিক আইন শৃঙ্খলা বজায় রাখা, মৎস্য সম্পদ রক্ষা, দেশের সমুদ্র বন্দরের নিরাপত্তা বিধান, চোরাচালান ও মাদক বিরোধী অভিযান, ডাকাতি দমনসহ প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় জনগণের জানমাল রক্ষায় সব সময় নিয়োজিত রয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর প্রতিটি সদস্য তার কার্যক্রম আরো বেগবান করার লক্ষ্যে বদ্ধ পরিকর এবং সে লক্ষ্য নিয়েই বাহিনীর প্রতিটি সদস্য নিয়োজিত আছে।

ইনিউজ ৭১/এম.আর