'সরাইলে আর দাঙ্গা থাকবে না' বললেন ওসি

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৭ই নভেম্বর ২০১৯ ১১:২৩ পূর্বাহ্ন
'সরাইলে আর দাঙ্গা থাকবে না' বললেন ওসি

সরাইল থানার ওসি মোঃ সাহাদাত হোসেন টিটো বলেছেন, আজকে আধুনিকতার যুগে যুবকদের হাতে ল্যাপটপ-কম্পিউটার থাকার কথা। কিন্তু এখানে যুবকদের হাতে টেটা-বল্লম, এসব কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। যেকোনো মূল্যে এসব থেকে বেরিয়ে আসতে হবে। বুধবার (৬ নভেম্বর) বিকেলে মাদক, জুয়া ও দাঙ্গামুক্ত সরাইল গড়ার লক্ষ্যে উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামবাসীর উদ্যোগে ‘দেশীয় অস্ত্র সমর্পন ও শান্তির পক্ষে শপথ গ্রহণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ অপরোক্ত কথা গুলি বলেন

ওসি মোঃ সাহাদাত হোসেন টিটো, এসময় তিনি সকলকের উদ্দেশ্য আরো বলেন, আমি প্রতিজ্ঞা করেছি সরাইল কে দাঙ্গামুক্ত করে এই জনপদকে শান্তির জনপদ হিসাবে উপহার দেব। একাজে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, যার হাত ও মুখ থেকে প্রতিবেশী নিরাপদ নয়, সেই ব্যক্তি ঈমানদার নন। তাই আমি বিশ্বাস করি সরাইলে আর দাঙ্গা থাকবেনা ইনশাল্লাহ! টিঘর গ্রামের ইউপি সদস্য মো. লায়েছ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পানিশ্বর ইউপি চেয়ারম্যান মো. দ্বীন ইসলাম ও বিশিষ্ট সমাজসেবক সায়েদুল্লাহ। অনুষ্ঠানে গ্রামবাসী দেশীয় অস্ত্র পুলিশের হাতে জমা দিয়ে শান্তির পক্ষে শপথ নেন। ভবিষ্যতে আর দাঙ্গা-হাঙ্গামায় না জড়ানোর অঙ্গীকারও করেন টিঘর গ্রামের মানুষ। এ সময় শপথ পাঠ করান সরাইল থানা অফিসার ইনচার্জ মোঃ সাহাদাত হোসেন টিটো।

ইনিউজ ৭১/এম.আর