ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে আলোচিত মাদক সম্রাট ওবায়দুর ৩৫০পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছেথানা পুলিশ। থানা সুত্রে জানাযায়, শনিবার (২নভেম্বর) বিকাল সাড়ে চারটায়, গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানা অফিসার ইনচার্জ মোঃ সাহাদাত হোসেন টিটো, নিদের্শনা মতে এএসআইবিকাশ চন্দ্র সিংহ, এএসআই হেলাল চৌধুরী, এএসআই রাজীব মজুমদার, সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলারবড়ইবাড়ি সফর আলীর বাড়ীর পূর্ব পার্শ্বে চলাচলের কাঁচা রাস্তার উপর হইতে মাদক সম্রাট মোঃওবায়দুর (৩৩) কে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আলোচিত মাদক সম্রাটওবায়দুর বগইর গ্রামেরআশুগঞ্জের মোঃ হেবজু মিয়ার ছেলে বর্তমান সরাইলের বড়ই গ্রামের (শ্বশুর বাড়ি, আমিনের মেয়ের জামাই)কে ৩৫০ (তিনশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করে।গ্রেপ্তারের কথা স্বীকার করে সরাইল থানা অফিসার ইনচার্জ মোঃ সাহাদাত হোসেন টিটো জানান, সরাইল থানায় মাদকের বিরুদ্ধে অভিযান চলছে, ওবায়দুর এলাকার আলোচিত মাদক সম্রাট হিসাবে পরিচিত গতকাল গোপন সংবাদের বৃত্তিতে মাদক বিরুদ্ধি অভিযান পরিচালনা করে মাদকসহ তাকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।