বকেয়া অর্থ নিয়ে বিপাকে রাজশাহী, বিসিবিতে অভিযোগ সামারাকুনের

নিজস্ব প্রতিবেদক
জিহাদ হায়দার , ক্রীড়া প্রতিবেদক ইনিউজ৭১
প্রকাশিত: মঙ্গলবার ২১শে জানুয়ারী ২০২৫ ১১:৪১ পূর্বাহ্ন
বকেয়া অর্থ নিয়ে বিপাকে রাজশাহী, বিসিবিতে অভিযোগ সামারাকুনের

রাজশাহী দলে অর্থপ্রদানের অনিয়ম যেন কাটছেই না। দিন কয়েক আগে স্থানীয় ক্রিকেটাররা বকেয়া অর্থ নিয়ে অনুশীলন বয়কট করেছিলেন। পরে তারা মাঠে ফিরলেও এবার সরাসরি অভিযোগ তুলেছেন শ্রীলঙ্কান ক্রিকেটার লাহিরু সামারাকুন। তার দাবি, রাজশাহী কর্তৃপক্ষ এখনও তার প্রাপ্য অর্থ পরিশোধ করেনি।  


চলমান বিপিএলে রাজশাহী দল ৯ ম্যাচে মাত্র ৩টি জয় পেয়েছে এবং ৬টি হারে তালিকার পঞ্চম স্থানে রয়েছে। সামারাকুন দলে থাকলেও একমাত্র একটি ম্যাচে খেলেছেন। তার চুক্তির মোট অর্থ ছিল ১৫ হাজার মার্কিন ডলার, যা এখনও পুরোপুরি পরিশোধ করা হয়নি।  


সামারাকুন হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে বিসিবি কর্মকর্তাদের তার অভিযোগ জানিয়েছেন। বিসিবি জানিয়েছে, বিভিন্ন খেলোয়াড়ের কাছ থেকে এ ধরনের অভিযোগ তারা পাচ্ছে এবং বিষয়গুলো গুরুত্বের সাথে দেখা হচ্ছে।  


রাজশাহীর স্থানীয় খেলোয়াড়দের মধ্যেও অর্থপ্রদানের ইস্যুতে অসন্তোষ দেখা গেছে। চট্টগ্রামে তারা প্রথম অনুশীলন সেশন বয়কট করেছিলেন এবং পরিস্থিতির সমাধান না হলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ বয়কটের হুমকিও দিয়েছিলেন।  


শেষ পর্যন্ত খেলোয়াড়দের বকেয়া অর্থের আংশিক পরিশোধ করে তাদের মাঠে ফেরানো হয়। ২৫ শতাংশ নগদ এবং ২৫ শতাংশ চেকের মাধ্যমে দেওয়া হলেও কিছু বিদেশি খেলোয়াড় এখনও তাদের পাওনা অর্থ পাননি।  


সামারাকুনের অভিযোগ থেকে বোঝা যায়, বিপিএলের ব্যবস্থাপনা ও ফ্র্যাঞ্চাইজিগুলোর আর্থিক দায়বদ্ধতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিদেশি খেলোয়াড়দের অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে ফ্র্যাঞ্চাইজিগুলোর আরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন বলে মত বিশ্লেষকদের।  


বিপিএলের এই অর্থসংকট খেলোয়াড়দের মানসিকতায় প্রভাব ফেলছে। বিশেষ করে আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে এই অভিযোগ বাংলাদেশ প্রিমিয়ার লিগের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে।  


বিসিবি এই বিষয়ে তড়িৎ পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিলেও এই ধরনের অভিযোগ সমাধানে দীর্ঘমেয়াদি ব্যবস্থা প্রয়োজন। খেলোয়াড়দের অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে একটি সুনির্দিষ্ট কাঠামো গড়ে তোলার দাবি উঠছে।