প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৩৬
দেশের বর্তমান ডিজিটাল আইন নিয়ে বিস্তারিত কথা বলছেন , জনপ্রিয় গণমাধ্যম জাগ নিউজ । আমরা হুবহু তুলে ধরলাম সেই সাক্ষাৎকারটি । ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে বন্দি থাকাবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুতে শোকের মাতম বইছে। প্রতিবাদে সরব বিভিন্ন মহল। একইসঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলেরও দাবি উঠছে।
এ প্রসঙ্গ নিয়েই জাগো নিউজের মুখোমুখি হয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি জানিয়েছেন, সরকার ডিজিটাল নিরাপত্তা আইন ফের পর্যালোচনা করবে। সাক্ষাৎকার নিয়েছেন সায়েম সাবু।
ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে সাইবার ক্রাইম বন্ধ করার জন্য
জাগো নিউজ: লেখক মুশতাক আহমেদ কারাগারেই মারা গেলেন। যিনি ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার ছিলেন...
আনিসুল হক: লেখক মুশতাকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। বিষয়টি খুবই দুঃখজনক। খুবই দুঃখজনক। প্রতিটি মৃত্যুই বেদনার। কারাগারে আটক থাকাবস্থায় মৃত্যু আরও বেদনার। আমি মর্মাহত।
জাগো নিউজ: ফের প্রশ্ন উঠছে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে। এই আইন বাতিলের দাবিও জোরদার হচ্ছে...
আনিসুল হক: ডিজিটাল নিরাপত্তা আইনের সঙ্গে লেখক মুশতাকের মৃত্যুর কোনো সম্পর্ক নেই। এখানে ডিজিটাল আইনের দোষটা কী?
শুধু সাইবার ক্রাইম কিভাবে বন্ধ করা যায়, তার ওপর জোর দিয়ে আইনের সংশোধন হতে পারে
jagonews24
শোনেন, ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে সাইবার ক্রাইম বন্ধ করার জন্য। এই আইনে যেসব অপরাধকে নির্ধারণ করা হয়েছে, তার প্রায় সবই আমাদের পেনাল কোডেও আছে। দুই-একটি বাদে। এই কারণে একটি অ্যাক্টকে আমি খারাপ বলতে পারি না।
তার মৃত্যু তো ডিজিটাল আইনের কারণে হয়নি। তিনি জেলখানায় মারা গেছেন, এটি সত্য। যে কারণে আমিও মর্মাহত বলে শোক প্রকাশ করছি। অপরাধ করে থাকলে তার বিচার হবে। তাই না? এটুকুই তো বলতে পারি আমি।
জাগো নিউজ: মৃত্যু মানুষের অবধারিত বিষয়। কিন্তু প্রশ্ন উঠছে, লেখক মুশতাক আহমেদ বারবার জামিন আবেদন করলেও আদালত খারিজ করে দিয়েছেন। আর খারিজ হয়েছে ‘ডিজিটাল নিরাপত্তা আইন’র ক্ষমতাবলেই।