সাভারের আশুলিয়ায় ডিস ব্যবসা দখল করতে এক ব্যবসায়ীকে মারধর এবং তার নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার (৮ নভেম্বর) রাতে আশুলিয়ার নরসিংহপুর বুড়িপাড়া এলাকায় এই ঘটনা ঘটে, যেখানে স্থানীয় ব্যবসায়ী নাজমুল মোল্লা (৩৫) হামলার শিকার হন।
ভুক্তভোগী নাজমুল মোল্লা, যিনি দীর্ঘ ২২ বছর ধরে আশুলিয়ায় ডিস ও ইন্টারনেট ব্যবসা পরিচালনা করছেন, জানান, তিনি যখন বাসা ভাড়া ও বিল পরিশোধের জন্য বাসায় ফিরছিলেন, তখন কয়েকজন সন্ত্রাসী তার গতিরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। এরপর তারা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং তার পকেটে থাকা নগদ ৩৮ হাজার টাকা ও একটি আইফোন ছিনিয়ে নিয়ে যায়। হামলাকারীরা তাকে জানায়, ‘‘আপনার ব্যবসা ছাড়া না হলে প্রতি মাসে ৫০ হাজার টাকা চাঁদা দিতে হবে, তা না হলে আর এখানকার ব্যবসা চালাতে পারবেন না।’’
নাজমুল মোল্লা অভিযোগ করেছেন, হামলাকারীরা তাকে চাঁদা না দেওয়ার কারণে গত কয়েকদিন ধরে তার ওপর নানা ধরনের চাপ সৃষ্টি করছিল। তার ব্যবসা দখল করার জন্য এসব সন্ত্রাসী তাকে বারবার হুমকি দিয়ে আসছিল। হামলার সময় অভিযুক্তরা তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন নাজমুল মোল্লা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, ‘‘এ ধরনের অপরাধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’’
স্থানীয়রা জানিয়েছেন, এলাকার কিছু বহিরাগত সন্ত্রাসী ব্যবসায়ীদের টাকা আদায় এবং ব্যবসা দখল করার জন্য নিয়মিত হামলা চালিয়ে আসছে। তারা দাবি করেছেন, এমন সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও শক্তিশালী ভূমিকা নিতে হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।