আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দিতে গিয়ে আদালতে অঝোরে কাঁদলেন ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ আসসামছ জগলুল হোসেনের আদালতে এ বক্তব্য দেন তিনি।
বক্তব্যের একপর্যায়ে নিজের সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হওয়ার কথা বলে আদালতের সামনে কাঁদতে থাকেন ওসি মোয়াজ্জেম। কান্না থামিয়ে পড়ে আবার অসমাপ্ত বক্তব্য দেন তিনি। এরপর আদালত এ মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২০ নভেম্বর দিন ধার্য করেন।
ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির একটি অভিযোগ দায়েরের সময় মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির বক্তব্য ভিডিও করেন ওসি মোয়াজ্জেম। পরে সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সায়েদুল হক সুমন বাদী হয়ে সাইবার ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।