
প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৯, ০:১৮

গ্রিন লাইন পরিবহনের বাসচাপায় পা হারানো রাসেল সরকারকে ৫০ লাখ টাকা দিতে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। রাসেল সরকারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে হাইকোর্টের জারি করা রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তবে রাসেল সরকারকে দেওয়া সাড়ে ১৩ লাখ টাকা দেওয়ার কারণে বাকী সাড়ে ৩৬ লাখ টাকার ক্ষেত্রে এই স্থগিতাদেশ থাকবে বলে জানিয়েছেন গ্রিন লাইন কর্তৃপক্ষের আইনজীবী। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ আজ রবিবার এ আদেশ দেন। গ্রিন লাইন কর্তৃপক্ষের করা এক আবেদনে এ আদেশ দেওয়া হয়। রাসেল সরকারকে রবিবার গ্রিন লাইন কর্তৃপক্ষের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব