বিটিআরসির পাওনা ২০০০ কোটি টাকা আগামি ৩ মাসের মধ্যে পরিশোধ করতে গ্রামীণ ফোনকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আজ রোববার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে পূনাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গ্রামীণফোনের কাছে বিটিআরসির ১২ হাজার ৫৮০ কোটি টাকা পাওনার বিষয়ে সোমবার আদেশের দিন নির্ধারন করেন আপিল বিভাগ। শুনানি শেষে প্রধানবিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৬ সদস্যের বেঞ্চ এ দিন ধার্য করেন।
শুনানিতে আদালত গ্রামীণফোনের আইনজীবীকে বলেন, ‘আপাতত পাওনার কিছু অংশ পরিশোধ করেন,বাকিটা মূল মামলা নিষ্পত্তির পর সিদ্ধান্ত হবে।’ এসময় গ্রামীনফোনের আইনজীবী জানান, তারা মন্ত্রণালয়ের সঙ্গে সমঝোতা মোতাবেক ২০০শ’ কোটি টাকা দিতে পারবেন। যদিও অ্যার্টনি জেনারেল আদালতকে বলেন, ‘পাওনার ৫০ শতাংশ টাকা পরিশোধ করতে হবে। এরপর একটা নিরপেক্ষ কমিটি হবে। যে কমিটি নির্ধারণ করবে বাকি পাওনার বিষয়টি।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।