নওগাঁর ধামইরহাটে পাকা সোনালি ধান ঘরে তোলার মরিয়া ব্যস্ততা চলছে মাঠে। এই ধান কাটতে দূর-দূরান্ত থেকে ছুটে আসা শ্রমিকরা যখন রোদে-ঘামে ক্লান্ত, তখন তাদের পাশে দাঁড়িয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন 'মানবসেবা'।
১১ ও ১২ মে (রবিবার ও সোমবার) ধামইরহাট উপজেলার উমার ইউনিয়নের কাদিপুর মাঠে সিরাজগঞ্জ থেকে আগত শ্রমিকদের মাঝে পানি, স্যালাইন ও পাউরুটি বিতরণ করেছে সংগঠনটি। মানবসেবা সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. রাসেল মাহমুদের নেতৃত্বে এই কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফারুক হোসেন এবং সংগঠনের সদস্য মো. রাব্বি হাসান, আবু ইউসুফ, মাসুদ রানা ও সোহেল রানা।
শ্রমিক আকবর আলী বলেন, “জীবিকার তাগিদে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে এখানে এসেছি। রোদে ঘাম ঝরাতে ঝরাতে পিপাসা পেলে পানি না পাওয়াই ছিল বাস্তবতা। কিন্তু এই সংগঠনের সদস্যরা এসে যে সাহায্য করলেন, তা মন ছুঁয়ে গেছে। মানবসেবা যেন বেঁচে থাকে যুগ যুগ ধরে।”
উল্লেখ্য, ‘মানবসেবা’ সংগঠনটি ধামইরহাট উপজেলার একটি পরিচিত ও প্রশংসিত সামাজিক সংগঠন। তারা শুধু মৌসুমী সহায়তা নয়, বরং ভিক্ষুক পুনর্বাসন, অসহায়দের ঘর নির্মাণ ও সংস্কার, কন্যাদায়গ্রস্ত পরিবারকে সহায়তা, এতিম শিশুদের খাদ্য ও পোশাক সরবরাহসহ বহু মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে চলেছে।
এমন উদ্যোগ শুধু একটি সংগঠনের নয়, বরং সমাজের প্রতিটি মানুষের মাঝে সহমর্মিতা ও দায়িত্ববোধ গড়ে তুলতে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকছে।