কারাগারে বিএনপির ৫ নেতাকে ডিভিশন প্রদানের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: রবিবার ১৮ই ডিসেম্বর ২০২২ ০৭:১৪ অপরাহ্ন
কারাগারে বিএনপির ৫ নেতাকে ডিভিশন প্রদানের নির্দেশ

বিএনপির পাঁচ নেতাকে কারাগারে ডিভিশন প্রদানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত আবেদনের শুনানি শেষে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর দ্বৈত হাইকোর্ট বেঞ্চ রোববার (১৮ ডিসেম্বর) এই আদেশ দেন। 


আদেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, গাজীপুর বিএনপির সভাপতি ফজলুল হক মিলন ও দলটির নির্বাহীর কমিটির সদস্য বরিশালের আবুল হোসেনকে ডিভিশন প্রদান করতে বলা হয়েছে। 


গত বুধবার বিএনপির পাঁচ নেতাকে কারাগারে ডিভিশন প্রদানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। রিটের পক্ষে আইনজীবী এজে মোহাম্মদ আলী ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার শুনানি করেন। 


গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় পল্টন থানার মামলায় বিএনপির ২২৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাদেরকে কারাগারে পাঠানো হয়।