প্রকাশ: ২০ মে ২০২৫, ১৮:২৯
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর অংশে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। আশুগঞ্জ থেকে চান্দুরা পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে চলমান এই যানজটে চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী। গতকাল রাত ১২টা থেকে আজ দুপুর পর্যন্ত ছয় ঘণ্টায় মাত্র আশুগঞ্জ থেকে শাহবাজপুর পৌঁছাতে পেরেছেন অনেক যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন।