সরকারী নির্দেশনা অনুযায়ী ২৮শে ফেব্রুয়ারীর মধ্যে যে সকল পিআইসি বাঁধের কাজে শেষ করেনি, অনিয়ম ও দূর্নীতি করেছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হাওর বাচাঁও আন্দোলন।
বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলার পূর্ব বাজারে হাওর বাচাঁও আন্দোলন তাহিরপুর উপজেলা শাখা আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংঘটনের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুল কিবরিয়ার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক তোজাম্মিল হক নাছরুমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন,সদস্য সচিব হোসাইন শরীফ বিপ্লব,সদস্য মারুফ আহমেদ,শাহীন মিয়া,গোলাম মাওলা,কৃষক আফসার আহমদ, শফর উদ্দিন,রিয়াদ মিয়া,স্বপন,জুয়েল মিয়া প্রমুখ। এসময় সর্বস্তরের মানুষ মানববন্ধনে অংশ গ্রহণ করে একাত্মা পোষণ করে।
কৃষক আফসার আহমদ বলেন,সরকার যে নীতিমানা দিয়েছে তা না মেনেই পিআইসি গঠন ও কাজ শুরু হয়। যার ফলে এখনও একটি বাঁধের কাজ শেষ করতে পারেনি পিআইসিরা। ফলে আমরা এক ফসলী বোরো ধান গোলার তুলা নিয়ে অনিশ্চয়তায় পড়েছি।
হাওর বাচাঁও আন্দোলন যুগ্ম আহবায়ক তোজাম্মিল হক নাছরুম বক্তবে বলেন,পাউবোর দায়িত্বশীল রা বলছেন ৭০পারসেন্ট কাজ হয়েছে বাস্তবে ৩০-৩৫পারসেন্ট হবে। ৫৩ কিলোমিটার বাঁধে ১২কোটি ৮৩লাখ টাকা বরাদ্দ হলেও কাজ কাজের কাজ কিছুই হয় নি।পাউবোর দায়িত্বশীলরা সঠিক ভাবে নজরদারি না করায় ব্যাপক অনিয়ম ও লুটপাট করা হচ্ছে।
হাওর বাচাঁও আন্দোলন সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুল কিবরিয়ার বলেন,হাওর রক্ষা বাঁধের কাজ ২৮শে ফেব্রুয়ারীর মধ্যে শেষ করার নির্দেশনা থাকলেও তাহিরপুর উপজেলার ৬৮টি বাঁধের মধ্যে একটি বাঁধের কাজও শেষ হয়নি। যে সকল পিআইসি এখনও বাঁধের কাজ শেষ করতে পারেনি তাদের আইনের আওতায় আনা ও দ্রুত বাঁধের কাজ শেষ করার দাবী জানান অন্যথায় কৃষকসহ সর্বস্তরের মানুষকে নিয়ে কঠোর আন্দোলন গ্রহণ করবে হাওর বাচাঁও আন্দোলন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।