প্রকাশ: ১৩ নভেম্বর ২০২০, ১:৪৬
মার্কিন প্রসিডেন্ট নির্বাচনে বিজয়ী জো বাইডেনকে অবশেষে অভিনন্দন জানিয়েছে চীন। নির্বাচনের প্রায় এক সপ্তাহেরও বেশি সময় পর শুক্রবার এই বিলম্বিত অভিনন্দন বার্তা দিল বেইজিং।ধারনা করা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরবেন কি ফিরবেন না, এমন দোটানায় ছিল দেশটি।অনেকেই বলছেন, ট্রাম্প যতই আইনের পথে হাঁটুক না কেন, তার বিদায় নিশ্চিত জেনেই বাইডেনকে অভিনন্দন জানিয়েছে চীন।
এ অবস্থায় সাদা বাড়ির মসনদে আর কোনোভাবেই ফেরার সম্ভাবনা থাকলো না ট্রাম্পের। তাই চীন বিষয়টি অনুধাবন করে আর কোনও রাখঢাক না রেখে বাইডেনকে আমেরিকার প্রেসিডেন্ট বলে মেনে নিয়েছে।ট্রাম্প যেহেতু এখনও হাল ছাড়েননি। তিনি আইনের পথে হাঁটার ঘোষণা দিয়েছেন। সে কারণে এখনও পর্যন্ত রাশিয়া, মেক্সিকো ও ব্রাজিলের মতো দেশগুলো বাইডেনকে অভিনন্দন জানায়নি।