এর চেয়ে গর্বের আর কিছু নেই: ওবামা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ৮ই নভেম্বর ২০২০ ১১:৩৫ পূর্বাহ্ন
এর চেয়ে গর্বের আর কিছু নেই: ওবামা

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনকে এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন ডেমোক্র্যাট দলের সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রেসিডেন্ট হিসেবে কাঙ্ক্ষিত ভোট অর্জনের পর টুইট বার্তায় অভিনন্দন জানান ওবামা।

টুইটে তিনি লেখেন, বন্ধু ও যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন।টুইটের সঙ্গে এ সম্পর্কিত একটি বিবৃতির ছবিও পোস্ট করেন ওবামা, যেখানে তিনি লেখেন, ‘আমাদের পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনকে অভিনন্দন জানানোর চেয়ে গর্বের আর কিছু নেই।