প্রকাশ: ২৮ আগস্ট ২০২০, ১৬:২০
শক্তিশালী হ্যারিকেন লরার আঘাতে বিধ্বস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্য। সেখানে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে কয়েক লাখ বাসিন্দা। উপড়ে গেছে অনেক গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। হ্যারিকেনটির আঘাতে অঙ্গরাজ্যটিতে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতের সংখ্যাও অনেক। ১৫০ কিলোমিটার বেগে ধেয়ে আসা ঝড় রাত ২টার পর লুইজিয়ানা এলাকায় আঘাত হানলে লণ্ডভণ্ড হয়ে যায় অঙ্গরাজ্যটি।দেশটির আবহাওয়া অফিস ক্যাটাগরি চার মাত্রার সতর্কতা জারি করে জানিয়েছিল, ঘূর্ণিঝড় লরা ঘণ্টায় ২৪০ কিলোমিটার বেগে উপকূলে আছড়ে পড়তে পারে। ভয়াবহ ঝড়ের সতর্কতা জারি করা হয়েছিল পূর্বাভাসে।
এর প্রভাবে বৃষ্টি এবং বন্যা কয়েকদিন স্থায়ী হতে পারে বলে মার্কিন জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছিল।লরার কারণে লুইজিয়ানার ৩ লাখ ৭০ হাজার বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। টেক্সাসে বিদ্যুৎহীন হয়েছে লক্ষাধিক ঘরবাড়ি। গাছপালা উপড়ে রাস্তায় পড়ে যাওয়া অনেক জায়গায় সড়ক যোগাযোগ বন্ধ হয়েছে।