তুরস্কে বোমা বিস্ফোরণে, নিহত ৪
বোমা বিস্ফোরণে তুরস্কের শিরনাক প্রদেশে অন্তত চারজন নিহত হয়েছে। বুধবার দিবাগত রাতে ইরাক সীমান্তবর্তী এ প্রদেশের সালুবি এলাকায় বিস্ফোরণ ঘটে বলে আজ বৃহস্পতিবার বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে।
এ বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত সে বিষয়ে প্রদেশটির গর্ভনরের দপ্তর থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে কোনো কোনো সূত্র বলছে, তুরস্কে তৎপর কুর্দি গেরিলা গোষ্ঠী পিকেকে এ বিস্ফোরণের সঙ্গে জড়িত।
শিরনাক প্রদেশের গভর্নরের দপ্তর থেকে বলা হয়েছে, জ্বালানি তেল বহনকারী একটি লরিকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। মরদেহগুলো হাসপাতালে রাখা হয়েছে। এরই মধ্যে বিস্ফোরণের বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
ইরাকে কুর্দি অধ্যুষিত অঞ্চলে তুর্কি বিমান হামলার কয়েক দিন পরই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলো। তুরস্কের নিষিদ্ধ ঘোষিত পিকেকে’র গেরিলারা ইরাকের বিভিন্ন এলাকায় ঘাঁটি নির্মাণ করে তৎপরতা চালাচ্ছে বলে আঙ্কারা অভিযোগ করে থাকে।
সূত্র: এএ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।