২ কোটি টাকায় বিক্রি হলো ভ্যান গগের একটি চিঠি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৮ই জুন ২০২০ ১২:০৫ অপরাহ্ন
২ কোটি টাকায় বিক্রি হলো ভ্যান গগের একটি চিঠি

১৮৮৮ সালে নেদারল্যান্ডসের বিখ্যাত ক্ষণজন্মা চিত্রকর ভিনসেন্ট ভ্যান গগের লেখা চিঠির দামও যে এত হতে পারে, তা অনেকের ধারণাই ছিল না। তার একটি চিঠি ২ লাখ ১০ হাজার ইউরো তথা ২ কোটি ৯১ হাজার ৮৫২ টাকায় বিক্রি হয়েছে। মঙ্গলবার প্যারিসে এটি নিলামে তোলা হয় এবং ভ্যান গগ ফাউন্ডেশন এটি কিনে নেয়। খবর বিবিসি

নেদারল্যান্ডের আমস্টারডামে ভ্যান গগ জাদুঘরে প্রদর্শনীর জন্য এই চিঠি রাখা হবে চলতি বছরের শেষের দিকে। জাদুঘর কর্তৃপক্ষের দাবি, এই চিঠিটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এটি ভ্যান গগের একমাত্র ডকুমেন্ট যেটা এতোদিন ব্যক্তি মালিকানায় ছিল।

১৮৮৮ সালে এই চিঠিটি ভ্যান গগ ও আরেক বিখ্যাত চিত্রকর পল গাওগিন লিখেছিলেন তাদের বন্ধু ফরাসি চিত্রকর এমিলে বার্নার্ডকে। চিঠিতে তারা দুজন ফ্রান্সের আর্লেস শহরে একসঙ্গে বসবাস ও কাজ করার কথা লিখেছিলেন। সে সময় তারা দুজন কয়েক মাস একসঙ্গে ছিলেন। লিখেছিলেন, তারা কয়েকদিন ধরে পতিতালয়ে যাচ্ছেন কাজ করতে।

১৮৮৮ সালে ভ্যান গগ নিজের কান কেটে ফেলার কিছুদিন পূর্বে এই চিঠিটি লিখেছিলেন। চিঠির গায়ে লেখা রয়েছে ১-২ নভেম্বর, ১৮৮৮।

ভ্যান গগ ১৮৯০ সালে মাত্র ৪৭ বছর বয়সে আত্মহননের পথ বেছে নেন। মূলত আত্মহত্যার পরিই তিনি জগৎ জোড়া খ্যাতি পান। হয়ে যান কিংবদন্তি চিত্রশিল্পী। ভ্যান গগের ছবি এখন পোস্টার, নোটবুক, টি-শার্ট, মগ এমনকি দিয়াশলাই বক্সেও থাকছে। তার জীবন নিয়ে চলচ্চিত্রও হয়েছে।