প্রকাশ: ১৭ জুন ২০২০, ৩:৮
গলওয়ান উপত্যকায় সোমবার রাতের সংঘর্ষের পর ফের ভারতকে চ্যালেঞ্জ করল চীন। এবার সেনা মহড়ার নতুন ভিডিও পোস্ট করল পিপলস লিবারেশন আর্মি। সেনা মহড়ার নতুন ভিডিও সম্প্রচার করেছে চীনা নিউজ-চ্যানেল। এক প্রকার যুদ্ধের জানান দিতে আচমকা সেনা মহড়ার ভিডিও পোস্ট ভারতকে চ্যালেঞ্জেই পোস্ট বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।
এদিকে, মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে আজ চীনকে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, 'ভারতের ক্ষমতা নিয়ে কারোর সন্দেহ থাকা উচিত নয়। আমরা শান্তি চাই। তবে কেউ যদি উস্কানি দেয়, উপযুক্ত জবাব দিতে প্রস্তুত। আমরা উস্কানি দেব না। তবে নিজেদের ঐক্য, সার্বভৌমত্বের সঙ্গে আপস করব না।' ভারত-চীন সীমান্তের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য শুক্রবার সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী মোদী। সেদিন বিকেল ৫টায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতার সঙ্গে আলোচনা করবেন প্রধানমন্ত্রী। সূত্র : এই সময়