নেদারল্যান্ডের একটি বাড়ি থেকে নগদ একশ ১৪ কোটি ৮১ লাখ দুই হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এএফপির সংবাদে জানা গেছে, নেদারল্যান্ডের ইনদোভেন শহরে একটি ভবনের 'সিক্রেট রুম' থেকে ১২ দশমিক পাঁচ মিলিয়ন ইউরো উদ্ধার করা হয়।
নেদারল্যান্ড পুলিশের বিবৃতিতে জানা গেছে, সে দেশে কোনো জায়গা থেকে নগদ অর্থ সর্বোচ্চ পরিমাণ উদ্ধারের এটি রেকর্ড।
অর্থ পাচারের অভিযোগে সেই ভবন থেকে ৩৫ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়। যে নোটগুলো জব্দ করা হয়েছে, সেগুলো পাঁচ থেকে শুরু করে পাঁচশ ইউরোর। যার মোট ওজন ২৫৫ কিলোগ্রাম। বড় আকারের অনেকগুলো শপিংব্যাগে টাকাগুলো সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।