প্রকাশ: ৬ মে ২০২০, ১৬:১৬
আরব আমিরাতের শারজাহ শহরের ৪৯ তলা বিশিষ্ট একটি সুউচ্চ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে অ্যাবকো টাওয়ার (শারজাহ টাওয়ার) নামের ওই আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে বিশাল আকারে আগুন ছড়ালেও কেউ নিহত হয়নি বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম।
শারজাহ এর আল নাহদা এলাকার অ্যাবকো টাওয়ারে আগুন লাগার পর বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়। আগুনে মোট ১২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৫ জনকে হাসপাতালে নেয়া হয়েছে এবং সাতজনকে ঘটনাস্থলে চিকিৎসা দেয়া হয়েছে।
ইনিউজ ৭১/ জি.হা