প্রকাশ: ৩ অক্টোবর ২০২৫, ১৯:২৬
পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেছেন, পাকিস্তানকে অবশ্যই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে, নইলে ভৌগোলিক উপস্থিতি হারাতে হবে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রাজস্থানের অনুপগড়ে একটি সেনা পোস্টে বক্তৃতা দিতে গিয়ে দ্বিবেদী বলেন, “অপারেশন সিন্দুর ১.০–তে আমরা যে সংযম দেখিয়েছিলাম, এবার আর তা করব না। আমরা এমন কিছু করব, যা পাকিস্তানকে ভাবতে বাধ্য করবে, ভূগোলে তাদের স্থান ধরে রাখতে চায় কি না।”
তিনি সৈন্যদের উদ্দেশে বলেন, “ঈশ্বর ইচ্ছা করলে শিগগিরই তোমরা একটি সুযোগ পাবে। প্রস্তুত থেকো।” এনডিটিভি জানিয়েছে, দ্বিবেদীর এই বক্তব্য ভারতের বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং–এর আগের দিনের মন্তব্যের পর এসেছে।
ভারতের সেনাপ্রধান আরও জানান, “অপারেশন সিন্দুর চলাকালে আমরা দৃঢ় প্রতিজ্ঞা করেছিলাম নিরীহ প্রাণহানি এড়ানো হবে। এবারও মূল লক্ষ্য হবে সন্ত্রাসীদের আস্তানা, প্রশিক্ষণ কেন্দ্র ও পরিকল্পনাকারীদের নির্মূল করা।”
প্রসঙ্গত, গত মে মাসে কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক চরম উত্তেজনার দিকে যায়। উভয় দেশ সীমান্তের ভেতরে বিমান হামলা চালায় এবং একে অপরের যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে। তীব্র উত্তেজনার প্রেক্ষাপটে বৈশ্বিক চাপ ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে ১০ মে যুদ্ধবিরতি কার্যকর হয়।