প্রকাশ: ২১ এপ্রিল ২০২০, ১৫:৪২
মহামারি করোনাভাইরাসে ইতালিতে মৃত্যুর সংখ্যা কমতে শুরু করলেও থামছে না মৃত্যুর মিছিল। জনগণকে সুরক্ষা দিতে ইতালি সরকার করোনা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে। এদিকে দেশটিতে মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে।গত কয়েকদিনে রেকর্ডসংখ্যক লোক সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আজও এ সংখ্যা অব্যাহত রয়েছে। সোমবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৮২২ জন। এদিন সোমবার (২০ এপ্রিল) প্রাণ হারিয়েছে ৪৫৪ জন। এ নিয়ে মোট প্রাণ হারিয়েছে ২৪ হাজার ১১৪ জন।