প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০, ১৮:০
আমেরিকা থেকে সরে এরপরে করোনা টার্গেট করতে পারে আফ্রিকাকে, এমনটাই আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এই সংস্থা আশঙ্কা করছে, করোনার জেরে আফ্রিকায় কমপক্ষে ৩০ লক্ষ থেকে ৩৩ লক্ষ মানুষের মৃত্যু হবে। খবর মার্কিন সংবাদ সংস্থা এনপিআর এর।বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে সতর্কবার্তায় বলা হচ্ছে, যদি এখনই এ ব্যাপারে আফ্রিকার দেশগুলি সতর্ক না হয়, সেক্ষেত্রে সংক্রমণ ছড়াতে পারে ১.২ বিলিয়ন মানুষের মধ্যে। গবেষকদের দাবি, যদি আফ্রিকায় এখন থেকে সামাজিক দূরত্ব মানা শুরু হয়, তবে মহামারির শেষে সর্বমোট হিসেবে আহ্রান্ত হতে পারে ১২২ মিলিয়ন মানুষ।
ইনিউজ ৭১/ জি.হা