প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০, ১৫:৬
করোনাভাইরাসের মহামারি কোথায় গিয়ে ঠেকবে তা জানে না কেউ। গত একদিনে নতুন করে প্রায় সাত হাজার মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭০ হাজারেরও বেশি মানুষ।বুধবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২৬ হাজার ৬০০ জনে এবং আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ৯৭ হাজার ৯২৩ জন। অপরদিকে ৪ লাখ ৭৮ হাজার ৫৫৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।গত বছরের ডিসেম্বরে চীন থেকে এই মহামারি শুরু হলেও এখন ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে আরও ভয়াবহ আকার নিয়েছে। আক্রান্ত ও নিহতের সংখ্যায় সবাইকে ছাড়িয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ১৩ হাজার ৮৮৬ জন এবং মৃত্যু হয়েছে ২৬ হাজার ৪৭ জনের।
ইনিউজ ৭১/ জি.হা