প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০, ১৫:৩০
করোনাভাইরাস মহামারির কেন্দ্র এখন মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্তদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। মৃতদের শেষকৃত্যের জায়গার সংকট দেখা দিয়েছে। রবিবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৩৮ হাজার ৮৩০ জন। মৃত্যু হয়েছে ৩৯ হাজার ১৪ জন। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৮ হাজার ২৮৫ জন। এ তথ্য জানিয়েছে করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।
যুক্তরাষ্ট্রের শুধু নিউইয়র্কেই মৃত্যু হয়েছে ১৭ হাজার ৬৭১ জনের। এই প্রদেশে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪১ হাজার ৪১ জন। নিউ জার্সি শহরে মৃত্যু হয়েছে ৪০৭০ জনের। ম্যাসাসুসেটসে মৃত্যু হয়েছে ১৫৬০ জনের। মিশিগানে মৃত্যু হয়েছে ২৩০৮ জনের, ইলিনয়ে মৃত্যু হয়েছে ১২৫৯ জনের, লুসিয়ানায় মৃত্যুর সংখ্যা ১২৬৭ জন, কানেকটিকাটে ১০৮৬ জন, পেনসেলভেনিয়ায় ১১০২ জন। অন্য সব শহরগুলিতে মৃতের সংখ্যা ১০০০ এর কম।