করোনায় মৃতের সংখ্যা নিয়ে মিথ্যা বলছে চীন '
করোনায় মৃতের সংখ্যা নিয়ে চীন মিথ্যা বলছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটি দাবি করেন।
এসময় ডোনাল্ড ট্রাম্প বলেন, খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের লকডাউন তুলে দেয়া হবে। এ নিয়ে আজ বৃহস্পতিবার বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমরা আমাদের দেশকে আবার পূর্বের জায়গায় নিয়ে যেতে চাই। লকডাউন তুলে ফেলা হলে আবারো আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়বে কিনা এমন প্রশ্নে ট্রাম্প বলেন, বন্ধ থাকলেও মানুষের মৃত্যু হচ্ছে। দেশের অর্থনীতির চাকা থেমে যাওয়ায় অনেকে মানসিক অস্বস্তিতে ভুগছেন বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া আগামী ১ মে যুক্তরাষ্ট্র সরকারের লকডাউন তুলে দেয়ার পরিকল্পনা থাকলেও ট্রাম্প জানিয়েছেন, কিছু কিছু রাজ্যে আগামী সপ্তাহ থেকেই লকডাউন তুলে দেয়া হতে পারে।
যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৬ লাখ ৩৮ হাজার মানুষ। মারা গেছেন ৩০ হাজার ৮০০জন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।