ইতালিতে করোনায় ১২২ চিকিৎসকের মৃত্যু
মহামারি করোনায় বিপর্যস্ত ইতালিতে আক্রান্ত রোগীদের সেবা দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন শতাধিক চিকিৎসক। সর্বশেষ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) অ্যারিগো মোগলিয়া নামের একজন নিউরোলজিস্টের মৃত্যু নিশ্চিত করেছে চিকিৎসকদের সংগঠন এফএনএমএসইও। এতে করে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মোট ১২২ জন চিকিৎসকের মৃত্যু হলো।
এফএনএমএসইও'র তালিকায় অবসরপ্রাপ্ত চিকিৎসকরাও রয়েছেন যারা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আক্রান্তদের সেবা দিতে এগিয়ে এসেছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় ইতালিতে মৃত্যু হয়েছে ৫৭৮ জনের। দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৬৪৫ জনে। এই সময়ে নতুন আক্রান্ত হয়েছেন দুই হাজার ৬৬৭ জন। মোট আক্রান্ত এক লাখ ৬৫ হাজার ১৫৫ জন।
ইতালিতে করোনা ঠেকাতে ও জনগণকে সুরক্ষা দিতে সরকার করোনা মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। ফলে এ পর্যন্ত ৩৮ হাজার ৯২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ভয়াবহতা কিছুটা হলেও কমতে শুরু করেছে।
ইতালিতে পাঁচ সপ্তাহের লকডাউনের পর খুলতে শুরু করেছে দোকানপাট। বই, স্টেশনারি, বাচ্চাদের জামা কাপড়ের দোকান খুলছে। এছাড়া কম্পিউটার ও কাগজপত্র তৈরির কাজ শুরুর অনুমতি দেওয়া হয়েছে। তবে ইতালির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ রাজ্য লম্বার্ডিতে বন্ধ আছে দোকানপাট। সূত্র- কেএজেড ইনফর্ম।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।