প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ১৮:৫৫
ফ্রান্সে করোনাভাইরাসের ভয়াবহতা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। কমতে শুরু করেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবুও পরিস্থিতি আরও উন্নতি না হওয়া পর্যন্ত লকডাউন তুলে নিচ্ছেন না ফ্রান্স সরকার। তাই ফের ফ্রান্সে লকডাউনের মেয়াদ ১১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সোমবার স্থানীয় সময় রাত ৮টায় জাতির উদ্দেশ্য দেয়া এক টেলিভিশন ভাষণে এ ঘোষণা দেন। করোনাভাইরাস মহামারি শুরুর পর এটা ছিল ম্যাক্রনের জাতির উদ্দেশে দেয়া চতুর্থ ভাষণ।