চলে গেলেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী গোলকিপার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ১৩ই এপ্রিল ২০২০ ১২:৩১ পূর্বাহ্ন
চলে গেলেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী গোলকিপার

না ফেরার দেশে চলে গেলেন ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ জয়ী ও বিশ্বের সর্বকালের অন্যতম সেরা গোলকিপার গর্ডন ব্যাঙ্কস। যার দারুণ নৈপুণ্যে ১৯৬৬ বিশ্বকাপ জিতেছিলো ইংলিশরা। ৮১ বছর বয়সে মারা গেছেন তিনি। এই তারকার মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার সাবেক ক্লাব স্টোক সিটি।

ক্যারিয়ারে ছয়বার ফিফা বর্ষসেরা গোলরক্ষকের স্বীকৃতি পাওয়া ব্যাঙ্কস গোলপোস্টের নিচে সর্বকালের অন্যতম সেরা হিসেবে বিবেচিত হন। ইংল্যান্ডের হয়ে ৭৩টি ম্যাচ খেলেছেন তিনি। ব্যাঙ্কসের ক্যারিয়ার স্থায়ী ছিলো ১৯৬৩ থেকে ১৯৭২ সাল পর্যন্ত।স্টোক সিটির হয়ে ২০০টি ম্যাচে খেলা সর্বকালের অন্যতম সেরা এই গোলকিপারের ক্যারিয়ারের ইতি ঘটে আকস্মিকভাবেই! ১৯৭২ সালের অক্টোবরে সড়ক দুর্ঘটনায় এক চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেন তিনি।

ব্যাঙ্কসের পরিবারের উদ্ধৃতি দিয়ে স্টোক সিটি ক্লাব জানায়,‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি গভীর রাতে মৃত্যুবরণ করেছেন গর্ডন ব্যাঙ্কস। তার মৃত্যুতে আমরা শোকাহত।

১৯৬৬ বিশ্বকাপের প্রতিটি ম্যাচই খেলেছেন এই গোল রক্ষক। এর চার বছর পরের বিশ্বকাপে করা এক অসাধারণ কীর্তিই তাকে অমর করে রেখেছে।মেক্সিকোতে ব্রাজিলের বিপক্ষে গ্রুপ পর্বে ইংল্যান্ড ১-০ গোলে হারলেও সেই ম্যাচে পেলের দর্শনীয় হেড অসম্ভব দক্ষতায় সেভ করেছিলেন ব্যাঙ্কস। যাকে বলা হয় ‘সেভ অব দ্য সেঞ্চুরি। তাছাড়া ফাইনালে পশ্চিম জার্মানির বিপক্ষে ইংল্যান্ডের ৪-২ গোলের জয়ে বড় অবদান ছিল তার।