বলা যায়, দিন দিন অপ্রতিরোধ্যই হয়ে উঠছে মহামারী করোনা ভাইরাস। জিনের বদল ঘটিয়ে আরও শক্তিশালী হচ্ছে, প্রতিনিয়ত নিজেকেই বদলে ফেলছে ভাইরাসটি।
একমাত্র ভ্যাকসিন ছাড়া একে ঠেকানো কঠিন। করোনা ভাইরাস মোকাবেলায় দেশে দেশে নানা রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু এগুলোর কোনটাই ধোপে টিকছে না।
এবার করেনা মোকাবেলায় একটি দুটি নয়, ৪০টি টিকা প্রস্তুত করতে চলেছে ভারত! যদিও এখনও কোনটি শেষ পর্যায়ে যায়নি। শনিবার (১১ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।
বিশ্বের কোন দেশই এখন পর্যন্ত করোনা মোকাবেলায় কার্যকর ভ্যাকসিন আবিষ্কার করতে পারেনি। ভারতের এই দাবি যদি সত্যি হয় তাহলে করোনা মোকাবেলায় সেটা হবে মাইলফলক। তবে কবে নাগাদ এই ভ্যাকসিনগুলো প্রয়োগ শুরু হবে সেটাই বড় প্রশ্ন।