করোনার ভয়াবহ রূপ, ভারতে এক দিনে আক্রান্ত ৫০৫!
ভারতে ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে করোনা ভাইরাস। রোববার (৫ এপ্রিল) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া হিসেব অনুযায়ী ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫০৫ জন।
এদিকে মহারাষ্ট্রকে পিছনে ফেলে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় শীর্ষে উঠে এসেছে দিল্লি। দিল্লিতে আক্রান্তের সংখ্যা ৫০৩। এ দিন সকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যায় দিল্লি ছিল তৃতীয় স্থানে, মহারাষ্ট্র ও কেরলের পরে। কিন্তু সন্ধ্যার হিসেবে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৮ জন।
অন্য দিকে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫৭৭। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৩। সুস্থ হয়ে উঠেছেন ২৭৪ জন। আক্রান্তের সংখ্যায় দিল্লি, মহারাষ্ট্র, তামিলনাড়ুর পর রয়েছে কেরল (৩০৬), তার পর তেলঙ্গানা (২৬৯), উত্তরপ্রদেশ (২২৭), রাজস্থান (২০০), এবং অন্ধ্রপ্রদেশ (১৯০) অন্য দিকে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের হিসেব অনুযায়ী পশ্চিমবঙ্গে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮০। মৃতের সংখ্যা ৩।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।