সৌদিতে ৩২৭ জন নতুন করে করোনায় আক্রান্ত
সৌদি আরবে গতকাল বুধবার নতুন করে আরো ৩২৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ২ হাজার ৯শ ৩২ জনে দাঁড়িয়েছে।
সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবে এ পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছেন ৪১ জন। সুস্থ হয়েছে ৬৩১ জন। এদিকে করোনা ভাইরাসে আক্রান্তদের স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে একটি নতুন অ্যাপ চালু করেছে সৌদি আরব সরকার। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তাতাম্মান নামের অ্যাপটি থেকে কোয়ারেন্টাইন এবং আইসোলেশনে থাকা মানুষজন চিকিৎসা পরামর্শ পাবেন।
এছাড়া গতকাল বুধবার মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের রাজপরিবারের ১৫০ সদস্য করোনায় আক্রান্ত। এছাড়া করোনার ভয়ে সৌদি বাদশাহ কিং সালমনা এবং তার পুত্র মোহাম্মদ বিন সালমান নিজেদের আড়াল করে রেখেছে বলে দাবি করে নিউ ইয়র্ক টাইমস।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।