করোনায় ওমানে প্রথম মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ১লা এপ্রিল ২০২০ ০৩:২৪ পূর্বাহ্ন
করোনায় ওমানে প্রথম মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে। মঙ্গলবার সেখানে ৭২ বছর বয়সী এক ব্যক্তি করোনায় মারা গেছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিন ওমানে নতুন করে আরোও ১৩ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাস ধরা পড়েছে। এ নিয়ে ওমানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯২ জন। এর একদিন আগেই, দেশটিতে করোনা আক্রান্ত এক ব্যক্তি সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন বলে জানানো হয়েছিল। 

শুধু ওমানেই নয়, আরব অঞ্চলের উপসাগরীয় সব দেশেই দ্রুত ছড়াচ্ছে নভেল করোনাভাইরাস। মঙ্গলবার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন সবখানেই নতুন সংক্রমণের খবর পাওয়া গেছে। ইতোমধ্যেই এ অঞ্চলে করোনা আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে।