৮৫ হাজার বন্দিকে মুক্তি দিল ইরান
ইরানে মহামারী আকারে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় ৮৫ হাজার বন্দিকে সাময়িকভাবে মুক্তি দিয়েছে ইরান। এর মধ্যে রাজনৈতিক বন্দিও রয়েছেন। দেশটির বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেন ইসমাইলি মঙ্গলবার এ তথ্য জানান।
তিনি বলেন, এর মধ্যে প্রায় ৫০ শতাংশ নিরাপত্তা বিষয়ক বন্দি রয়েছেন, এ ছাড়াও কারাগারে ভাইরাসটি মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর আগে ১০ মার্চ ইরানে নিযুক্ত মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত তেহরানকে জেলে বন্দি থাকা সব রাজনৈতিক বন্দিকে সাময়িক মুক্তি দেয়ার আহ্বান জানান।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, এ ভাইরাসটিতে ১ লাখ ৬৮ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। আর এতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৬১০ জন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।