মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাত বেড়েই চলেছে। রোহিঙ্গাদের সঙ্গে সংঘাতের পর মিয়ানমার সেনাবাহিনী এবার বৌদ্ধ বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। রাখাইন রাজ্যে বিদ্রোহ দমন অভিযানে সংঘর্ষে ১৩ ‘বিদ্রোহী’ যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। গতকাল শুক্রবার মিয়ানমার সেনাবাহিনীর মেজর জেনারেল তুন তুন নি রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সেনাবাহিনীর কয়েকজন সদস্য হতাহত হওয়ারও খবর জানান তিনি। গত ৫ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি ২০১৯ তারিখের মধ্যে রাখাইনে আটবার সংঘর্ষ হওয়াসহ পাঁচটি স্থলমাইন বিস্ফোরিত হয়েছে। ওই সব স্থান থেকে শত্রু যোদ্ধাদের ১৩টি মৃতদেহ এবং তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
তবে সেনাবাহিনীর কতজন সদস্য হতাহত হয়েছে তা প্রকাশ করা হয়নি। এর আগে ৪ জানুয়ারি মিয়ানমারের স্বাধীনতা দিবসে রাখাইনে চারটি সীমান্ত পোস্টে বিদ্রোহীদের হামলায় অন্তত ১৩ পুলিশ নিহত হওয়ার জেরে সরকার সেনাবাহিনীকে রাজ্যটিতে ব্যাপক অভিযান শুরু করে। ফলে নতুন করে বহু মানুষ ঘরবাড়ি হারানোর আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এতে প্রতিবেশী দেশগুলোতে নতুন করে উদ্বাস্তু সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।