প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ১২:১৬

ভেনেজুয়েলায় ঢুকে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে যাওয়ার ঘটনার পর বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে উদ্বেগ বেড়েছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই তিনি মধ্যপ্রাচ্যের দেশ ইরানকে লক্ষ্য করে হামলার হুমকি দেন। এর একদিনের মধ্যেই মার্কিন মদদপুষ্ট ইসরায়েল ইরান, লেবানন ও ফিলিস্তিনের পশ্চিম তীরের সঙ্গে একযোগে যুদ্ধের প্রস্তুতির নির্দেশ দেয়। এর ফলে নতুন করে অশান্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি।
