প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১২:১০

রাশিয়ার রাজধানী মস্কোর নিকটবর্তী ইভানোভো এলাকায় একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ সাতজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে। জানানো হয়, দুর্ঘটনার শিকার বিমানটি ছিল এএন-২২ সিরিজের একটি সামরিক পরিবহন উড়োজাহাজ, যা দীর্ঘদিন ধরে রুশ বাহিনী কার্গো পরিবহনে ব্যবহার করে আসছে।
