প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১১:৪২

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করেছে যে, বৈশ্বিক অর্থায়ন সংকটের কারণে ২০২৬ সালে তীব্র ক্ষুধার ঝুঁকিতে থাকা ৩১ কোটি ৮০ লাখ মানুষের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশকে খাদ্য সহায়তা দেওয়া কঠিন হয়ে পড়বে। মঙ্গলবার রোম থেকে এএফপি প্রকাশিত এক বিবৃতিতে ডব্লিউএফপি জানিয়েছে, মানবিক সহায়তার বাজেট সংকোচনের ফলে সংস্থাটি প্রায় ১১ কোটি ক্ষুধার্ত মানুষকে অগ্রাধিকারভিত্তিতে সহায়তা দিতে বাধ্য হচ্ছে।
