প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১১:২৯

জাপানের দক্ষিণাঞ্চলীয় শহর ওইতায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক রাতেই পুড়ে ছারখার হয়ে গেছে ১৭০টিরও বেশি আবাসিক ভবন। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে সাগানোসেকি জেলার একটি আবাসিক এলাকায় আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। রাতভর দাবানলের মতো জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে স্থানীয় ফায়ার সার্ভিস ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।
