প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১২:৩৯

দিনাজপুরের হিলিতে স্বাবলম্বী কৃষক শাকিল আনসারী উপজেলার বৃহত্তম কলার বাগান গড়ে সফলতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। ১৫০ শতাংশ জমিতে তিনি দুই বছর আগে শুরু করেন ১,৩০০ গাছের কলার চারা। বর্তমানে তার বাগানে তের হাজারেরও বেশি চারা রয়েছে।
