
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১১:৫৮

জুলাই মাসের অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে পাঁচ বছরের কারাদণ্ড প্রাপ্ত রাজসাক্ষী ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বর্তমানে গাজীপুরের বিশেষ কারাগারে বন্দি রয়েছেন। দণ্ডপ্রাপ্ত হওয়ায় তার ডিভিশন–১-এর বিশেষ সুবিধা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গেছে। ফলে এখন থেকে তিনি ডিভিশন–২-এর বন্দি হিসেবে বিবেচিত হবেন। এর ফলে তাকে পরতে হবে কয়েদির পোশাক এবং খাবার, আবাসন ও অন্যান্য দৈনন্দিন সুবিধা সীমিত হয়ে আসবে।
