রায়গঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকায় ফুলজোড় নদী থেকে গরুব্যবসায়ী আব্দুল লতিফ খতিব (৫০) নামে এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশ। মৃত আব্দুল লতিফ চরফরিদপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
পরিবারের সূত্রে জানা গেছে, গত রবিবার রাতে তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। আজ বুধবার ভোরে স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মনোজিৎ কুমার নন্দী বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হাত-পা বেঁধে হত্যা করে ফুলজোড় নদীতে ফেলে দেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
এ ঘটনায় পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ হত্যাকারীদের খুঁজে বের করার চেষ্টা করছে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে সাক্ষাৎ ও এলাকায় তল্লাশি চালাচ্ছে।