প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১২:১০

লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের আল-খুমস উপকূলে প্রায় ১০০ জন অভিবাসনপ্রত্যাশী বহনকারী দুটি নৌকা ডুবে চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে নৌযান দুটি ডুবে যাওয়ার পর শনিবার লিবিয়ান রেড ক্রিসেন্ট এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, প্রথম নৌকাটিতে ২৬ জন বাংলাদেশি ছিলেন। এর মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হলেও তাদের নাম-পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
