স্বাস্থ্য, নিরাপত্তা ও সংহতি বজায় রেখে এই বছরের বিজয় দিবস উদযাপন করা হবে; তবে গত বছরের মতো এবারও কোনো প্যারেড হবে না। এমন কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (১৯ নভেম্বর) সচিবালয়ে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা সভা শেষে সাংবাদিকদের তিনি জানান, “বিজয় দিবস উদযাপন নিয়ে কোনো ধরনের নাশকতা বা অস্থিরতার শঙ্কা নেই। শেখ হাসিনার মামলার রায় বা অন্য কোনো পরিস্থিতি এটি প্রভাবিত করবে না।”
তিনি আরও বলেন, “বিজয় দিবস আগে যেভাবে পালন হয়েছে, এবারও একইভাবে পালন হবে। তবে এ বছর আরও বিস্তৃত কর্মসূচি থাকবে। গত বছর যেমন প্যারেড হয়নি, এবারও প্যারেড হবে না।”
জিজ্ঞাসা করা হলে, গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া ডিবি পরিচয়ে সাংবাদিককে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তিনি জানান, বিষয়টি তার জানা ছিল না। তদন্ত শেষ হলে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আশা প্রকাশ করেন, সাধারণ মানুষের নিরাপত্তা ও উচ্ছ্বসিত উৎসবের মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করা সম্ভব হবে।
এর আগে, গত বছর জেলা ও উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ এবং ডিসপ্লে আয়োজন করা হয়নি। সেই স্থলে এখন আয়োজন করা হচ্ছে ‘বিজয় মেলা’, যাতে সকল বয়সী মানুষ অংশ নিতে পারেন।