
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১২:১৫

সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন কেবল নির্বাচন কমিশনের একার দায়িত্ব নয়; বরং রাজনৈতিক দলগুলোও জাতির কাছে এই প্রতিশ্রুতির অংশীদার—এ কথা উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, “আইনশৃঙ্খলা বাহিনীর চেয়েও নির্বাচনে বড় ভূমিকা রাখে রাজনৈতিক দল। দলগুলো যদি আন্তরিকভাবে আচরণবিধি মেনে চলে, কমিশনের অতিরিক্ত চাপ নেওয়ার প্রয়োজন পড়ে না।”
